স্বাধীন দেশের প্রথম দিনে নতুন বাংলাদেশ গড়ার শপথ!
দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আমার, তোমার ও আপনার থেকেই শুরু হোক।
১. আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
📝 আপনার মূল্যবান মতামত দিন